জলঢাকায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ 677 views
শেয়ার করুন
নীলফামারীর জলঢাকায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা মুক্ত জীবন গড়ি”  এ প্রতিপাদ্যকে  সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ,  স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গফুর তালুকদার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান, ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর রউফুর রহমান বসুনিয়া প্রমুখ।
এসময় বক্তারা হাত ধোয়ার গুরুত্বারোপ করে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে বাচতে হাত ধোয়ার বিকল্প নাই। তাই সব প্রতিষ্ঠানে হাত ধোয়ার পানির ট্যাপ  ও সাবান ব্যবহারের আহবান জানান।